খোলা বাজার২৪, বুধবার, ২৪ আগস্ট ২০১৬: হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে মা শিশু স্বাস্থ্য ও পুষ্টি সেবা নিশ্চিত করণের লক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক সভাকক্ষে ওয়াল্ড ভিশন, মাক্রোনিউট্রিয়েন্ট ইনসিয়েটিভ এবং হারভেষ্ট প্লাস এর যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস। পরিচিতি সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফজলে রাব্বি, হারভেষ্টপ্লাসের কান্ট্রি ডিরেক্টর ড. মুস্তাফিজুর রহমান, ড. বাশার কান্ট্রি ম্যানেজার, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর সিনিয়র ডিরেক্টর জেরেড বেরেন্ডস, ডেপুটি ডিরেক্টর ফ্যামিলি প্লানিং তারিকুল ইসলাম, সিভিল সার্জন ড. মোঃ খয়রুল কবির, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আরশেদ আলী, এডিপি ম্যানেজার লিওবার্ট চিসিম, রিজিওনাল ফিল্ড ডিরেক্টর ডা. গ্লোরিয়াস গ্রেগরী দাস, এনরিচ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বেগম জেরিনা রেশমা প্রমুখ। সভায় বক্তারা বলেন, এবছরের আগষ্ট মাস থেকে এনরিচ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলায় মা শিশু স্বাস্থ্য ও পুষ্টি সেবা নিশ্চিত করণে কাজ করছে ওয়াল্ড ভিশন বাংলাদেশ। আর আর্থিক সহায়তা প্রদান করছেন গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা, এরই সাথে হারভেষ্টপ্লাস কৃষিতে সার্বিক বিষয়ে সহায়তা প্রদান করছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে এ অঞ্চলের সাধারণ মানুষেরা অনেক উপকৃত হবে বলে জানান তিনি। অন্যদিকে একই দিনে, সদর উপজেলার আকঁচা ইউনিয়নের মুন্সিপাড়া সরকারি প্রাঃ বিদ্যালয় চত্বরে শিক্ষার গুনগত মানোন্নয়নের লক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস। সমাবেশে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা মোফাজ্জল হোসেন, আকচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, জেলা এলজিএসপি প্রকল্পের ফেসিলেটেটর অফিসার কামরুল হাসান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাদেকুল ইসলাম সহ শিক্ষক ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার গুনগত মানোন্নয়নের লক্ষে প্রত্যেক মা’কে আরো বেশি সচেতন হতে হবে। প্রাথমিক শিক্ষার কোন বিকল্প নাই। এসময় শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, মিডডে মিল ও মানোন্নয়নের লক্ষে এলজিএসপি প্রকল্প থেকে বিনা মুল্যে ওই স্কুলের ১৮০জন শিক্ষার্থীকে টিফিন বক্স বিতরন করা হয়। পরে স্কুল চত্বরে বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপন করেন আমন্ত্রিত অতিথিরা।