খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০১৬: এলজিআরডি ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণে সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে এগুচ্ছেন। দেশের প্রতিটি স্তরে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হচ্ছে। জেলা পরিষদেও নির্বাচন হবে। তিনি প্রকৌশলী সমাজকে দেশ গড়ার কারিগর হিসেবে উল্লেখ করে বলেন, বিশে^র কোন দেশেই প্রকৌশলী সমাজের অংশগ্রহণ ছাড়া সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়নি।
আজ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ আয়োজিত এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে গড়া দল বাংলাদেশ আওয়ামী লীগ। তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ নামক মানচিত্র, নিজস্ব জাতিসত্তা, স্বাধীনতা-সার্বভৌমত্বকে মহান অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি প্রকৌশলী সমাজকে চলমান অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিক্ষা ও গড় আয়ু বৃদ্ধিসহ সকল গণমুখী কর্মকা-কে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি অধ্যাপক ড. প্রকৌশলী এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য ফজলুল হক, আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঞা এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুজ্জামান।