খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০১৬: গাজীপুরের কাপাসিয়া পল্লীবিদ্যুৎ অফিস থেকে ২৪ আগস্ট বুধবার দুপুরে অভিযোগের ভিত্তিতে ডেপুটি জেনারেল ম্যানেজার প্রতারক ইলেক্ট্রিশিয়ান মানিক মিয়াকে থানা পুলিশে সপোর্দ করেছেন । সে উপজেলার চাঁদপুর গ্রামের ওসমান গনির ছেলে।
ডিজিএম সেলিনা আক্তার বলেন, আমি সু-নির্দিষ্ট অভিযোগ পেয়ে মানিককে প্রতারনার অভিযোগে থানা পুলিশে সোপর্দ করেছি। ওই প্রতারক ইলেক্ট্রিশিয়ান উপজেলার জায়গীর চাদপুর গ্রামের সাইদুল্লাহর স্ত্রী এবং হাফিজুল্লাহর স্ত্রীর কাছ থেকে প্রতারনা করে মিটার দেয়ার কথা বলে টাকা নেয়ায় তাকে পুলিশে দিয়েছি। এলাকায় তার বিরুদ্ধে প্রতারনাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ব্যপারে কাপাসিয়া থানায় মামলা হয়েছে।
কাপাসিয়া থানার এসআই সেন্টু চন্দ্র সিংহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।