Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০১৬: ক্যারিয়ারে দু’জন বিখ্যাত রোনালদোকে পেয়েছেন জিনেদিন জিদান। একজন ক্রিস্টিয়ানো রোনালদো। যিনি এখন রিয়াল মাদ্রিদে তার শাগরেদ। অন্যজন রোনালদো দ্য ফেনোমেনন।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী এ তারকার সঙ্গে রিয়াল মাদ্রিদেই খেলেছেন তিনি। সাবেক এ সতীর্থকে ফের রিয়ালে পাচ্ছেন জিদান। ব্রাজিলের সাবেক তারকা খেলোয়াড় রোনালদোকে রিয়াল মাদ্রিদের পরামর্শক ও গ্লোবাল অ্যাম্বাসেডর করা হচ্ছে। এমন খবর দিয়েছে স্প্যানিশ দৈনিক ‘মার্কা’।
বেশ কিছুদিন ধরেই রোনালদোকে রিয়াল মাদ্রিদের পরামর্শক করার কথা চলছিল। প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ সাবেক কয়েকজন বড় খেলোয়াড়কে ক্লাবের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দেয়ার কথা চিন্ত-ভাবনা করছিলেন। রোনালদোকে নাকি আগেই বিষয়টি তিনি জানান। কিন্তু ২০১৪ বিশ্বকাপ ও ২০১৬ অলিম্পিকের আয়োজক ব্রাজিল হওয়ায় রোনালদোক বেশ ব্যস্ত ছিলেন। কিন্তু আপাতত তিনি ফ্রি।
রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার ১৪ বছর পূর্তি উপলক্ষে তিনি সান্তিয়াগো বার্নাব্যুতে যাবেন। সেদিনই তাকে এই দায়িত্ব দেয়া হবে বলে মনে করছে ‘মার্কা’। ২০০২ সালের ইতালির ক্লাব ইন্টার মিলান থেকে ৪৬ মিলিয়ন পাউন্ডে রিয়াল যোগ দেন রোনালদো। তার আগের বছরই ক্লাবটিতে যোগ দেন ফরাসি তারকা জিদান। তারা দু’জন একসঙ্গে খেলেন ২০০৬ সাল পর্যন্ত। ক্লাবটির হয়ে তিনি ১৭৭ ম্যাচে করেন ১০৪ গোল। ফ্লোরেন্তিনো পেরেজ ২০০০ সালে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। নয়া এ দায়িত্ব পেয়ে তার সবেচেয়ে বড় সাফল্য ছিল জিদান ও রোনালদোকে দলে ভেড়ানো। এ বছরের শুরুতে সেই পেরেজ ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব দিয়েছেন জিদানের হাতে। আর এবার নিজের পরামর্শক বানাচ্ছেন রোনালদোকে।