খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০১৬: সুনামগঞ্জ : দুষ্টের দমন ও মানব কল্যাণের শান্তি প্রতিষ্ঠায় সনাতন ধর্মাবলম্বীদের সববৃহৎ ধর্মীয় উৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৩ তমশুভ আর্বিভাব মহোৎসব তিথি উপলক্ষে সুনামগঞ্জে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বৃহস্পদিবার সকাল ১১টায় বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের আয়োজেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সহযোগিতায় এবং শ্রী শ্রী জন্মাষ্টমী পরিষদ জেলা শাখার পরিচালনায় শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী কালীবাড়ি নাট মন্দিরের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ির সামনে গিয়ে শেষ হয়। উক্ত মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হারুণ অর রশিদ, সহকারী পুলিশ সুপার বাবু তাপস ঘোষ,সিনিয়র আইনজীবি এডভোকেট স্বপন কুমার দেব, এডভোকেট মলয় বিকাশ তালুকদার,সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নুপেশ তালুকদার নানু, সাধারন সম্পাদক বিমল বণিক, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ,সাবেক মহিলা কাউন্সিলন আরতি তালুকদার কলি,জেলা হিন্দু,বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ,সাধারন সম্পাদক এডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী,জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি এডভোকেট গৌরাংঙ্গ পদ দাস, সাদারন সম্পাদক চন্দন কুমার রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন দাস,সাধারন সম্পাদক বিষ্ণপদ গোস্বামী,এডভোকেট প্রণব কান্তি দাস,বিমান রায়,দেবব্রত দাস ও সন্টু রায় প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন,অসাম্প্রদায়িকতার চেতনায় একটি দেশ ও জাতি গঠনে পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব ঘটেছিল। তাই প্রতিটি ধর্মে মানুষ তাদের স্ব স্ব অবস্থানে থেকে সৌহার্দ্যপূর্ণ অবস্থানে থেকে মিলেমিশে ধর্মকর্ম পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।