Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০১৬: unnamedতোফাজ্জল হোসেনঃনরসিংদী জেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ফলক উন্মোচনের মাধ্যমে জেলা সমবায় কার্যালয় নরসিংদী এর জেলা সমবায় ভবনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন.শুভ উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক জনাব আবু হেনা মোরশেদ জামান। গত ২১ আগষ্ট বিকাল ৩ টায় জেলা সমবায় অফিসার আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধবদী পৌরসভার মেয়র আলহাজ মোশারফ হোসেন মানিক প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নরসিংদী জনাব খন্দকার নুরুল হক, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা মিয়া, আঞ্চলিক সমবায় ইনষ্টিটিউট নরসিংদীর অধ্যক্ষ হরিদাস ঠাকুর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ মোতালিব পাঠান, জেলা সমবায় ইউনিয়নের প্রাক্তন সভাপতি জনাব চৌধুরী মোহাম্মদ ইয়াহিয়া ও মোহাম্মদ নুরুল ইসলাম, নরসিংদী কেন্দ্রীয় শিল্প সমবায় সমিতি লিঃ এর সভাপতি জনাব হাবিবুর রহমান হাবিব। সমগ্র অন্ষ্ঠুানটি পরিচালনা করেন জেলা সমবায় অফিসার আশরাফুল ইসলাম।