Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০১৬: হাসান, ঠাকুরগাঁও : সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমান আদালতে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৯৪০ সালের ড্রাগ আইনের ১৮ ধারা লঙ্ঘনের দায়ে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ৪টি ঔষধের দোকানে মালিককে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) সারওয়ার মোর্শেদ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত পৌর শহরে পশ্চিম চৌরাস্তার কাছে বঙ্গবন্ধু সড়কে দেশ বন্ধু ফার্মেসীর মালিককে দেড় হাজার, মুক্তা মেডিকেল ষ্টোরের মালিককে ৩ হাজার, করিম মেডিকেল ষ্টোরের মালিককে দেড় হাজার ও মানিক ফার্মেসীর মালিককে দেড় হাজার এ জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন ড্রাগ সুপার আব্দুল মালেক।