খোলা বাজার২৪, শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬: পাশ্চাত্যের ‘হলোকাস্ট ডিনায়াল বা জেনোসাইড ডিনায়াল ল’ এর আদলে বাংলাদেশে ’৭১ এর গণহত্যা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধসহ জাতীয় আন্দোলন সংগ্রামের ইতিহাস অস্বীকার বা বিকৃতির বিরুদ্ধে আইন পাস করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন এর আহ্বায়ক ও নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান
গতকাল ঢাকার সেগুনবাগিচাস্থ স্বাধীনতা হলে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৬’ এর খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন হওয়ায় সরকারকে ধন্যবাদ জ্ঞাপনের লক্ষ্যে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন এর উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ-এর সভাপতি মো. আলাউদ্দিন মিয়া, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ এর সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিয়া, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন এর সদস্য সচিব কামাল পাশা চৌধুরী, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন এর সহ-সদস্য সচিব রোকেয়া প্রাচী, সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন এর সভাপতি মো. কামাল উদ্দিন, বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন এর সভাপতি মো. মহসীন ভূঞা, বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-এর সভাপতি আবুল হোসেন এবং জাতীয় ঘাট শ্রমিক লীগ এর সভাপতি মো. ওমর ফারুক।