Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬:
1kনৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, জঙ্গিবাদ দমন করলেই হবে না এর মূলোৎপাটন করতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে। জঙ্গিবাদ দমনে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।

গতকাল ঢাকার ডিআরইউতে ‘জঙ্গিবাদ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। এসোসিয়েশন ফর ল’ রিসার্চ এন্ড হিউম্যান রাইটস্ (এলার্ট) গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

এলার্ট এর সভাপতি মো. জাহাঙ্গীর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজে এর সভাপতি মঞ্জুরুল ইসলাম বুলবুল, ডিইউজে এর সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ডিআরইউ এর সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নমিতা ঘোষ, কামাল পাশা চৌধুরী ও এডভোকেট জোবায়দা পারভিন।

মন্ত্রী বলেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে এবং যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। বিএনপি-জামায়াত তাদেরকে রক্ষা করতে পারবে না। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেনা, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না এবং যাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ নেই তাদের সাথে কোন ঐক্য হবে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঐক্য হয়ে গেছে।

শাজাহান খান বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষা ও তাদের বিচার রোধে জঙ্গিবাদের উত্থান হয়েছে। যুদ্ধাপরাধীদের রক্ষায় বিএনপি-জামায়াত ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করেছে, গাড়ি ভাঙচুর ও পুড়িয়েছে এবং গাছপালা ধ্বংস করেছে। তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে গণমাধ্যমসহ সকলের প্রতি আহ্বান জানান।