খোলা বাজার২৪, শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬: কোমর বেঁধে ঝগড়া শুরুর পর ক্লান্ত হয়ে রণে ভঙ্গ দেয়ার ঘটনা হরহামেশাই হয়ে থাকে। কিন্তু চীনে যা ঘটেছে, তা জানার পর চোখ কপালে উঠবে! দুই মধ্যবয়সী নারীর মধ্যে এমন ঝগড়া বাঁধে যে শেষমেশ দুজনেই জ্ঞান হারান।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানজি প্রদেশের আংকাং শহরে এই অদ্ভূুত ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
স্থানীয় সংবাদমাধ্যম ‘চায়নিজ বিজনেস ভিউ’র বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার দুপুরে ধারের অর্থ পরিশোধ নিয়ে শুরু হয় দুজনের তর্কাতর্কি। প্রথমে তারা একটা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। একপর্যায়ে ডাকা হয় পুলিশও। কিন্তু পুলিশের এক কর্তা তাদেরকে বিষয়টি আদালতে গিয়ে মীমাংসার পরামর্শ দেন। বাদানুবাদ শেষপর্যন্ত গড়ায় প্রচণ্ড ঝগড়ায়।
পুলিশকে উদ্ধৃতকে করে প্রতিবেদনে আরও বলা হয়, প্রচণ্ড গরম, তার ওপর অবিরাম ঝগড়া। জলখাবারও মুখে তোলেননি কেউই। টানা ঝগড়ায় দুজনেই হয়ে পড়েন গলদঘর্ম। জিভ শুকিয়ে একপর্যায়ে কথা জড়িয়ে যায়। তবুও তাদের কোনও হুঁশই নেই। চলতেই থাকে ঝগড়া। শেষে দুজনেই অজ্ঞান হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। ততক্ষণে তাদের মুখে গ্যাঁজলা উঠছে। পথচারীরা অ্যাম্বুলেন্স ডেকে দুজনকেই হাসপাতালে পাঠায়।
তবে ওই দুই নারীই এখন সুস্থ রয়েছেন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।