খোলা বাজার২৪, শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬: জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়নকে দমিয়ে রাখতে জঙ্গিরা বিদেশী নাগরিকসহ মানুষ হত্যা করছে। তবুও দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
রংপুরে মিঠাপুকুরের উন্নয়ন এবং সন্ত্রাস ও নাশকতা সন্ত্রাস বিরোধী ও ১৭টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বার এবং সংরক্ষিত মহিলা মেম্বারদের সংর্বধনা অনুষ্ঠানের তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মিঠাপুকুর উপজেলা প্রশাসন আয়োজিত বেগম রোকেয়া অডিটরিয়ামে আলোচনা সভায়, নির্বাহি অফিসার মামুন-অর-রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, পুলিশের রংপুর রেঞ্জ’র ডিআইজি খন্দকার গোলাম ফারুক, রংপুর জেলা প্রশাসক রাহাত আনোয়ার, রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান।
সভা শেষে উপজেলার ৩২ টি গ্রামের ১ হাজার ৬শ ৮০ টি পরিবারকে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়।