খোলা বাজার২৪, শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬: দিনাজপুরের ফুলবাড়ীতে কয়লা খনি বিরোধী ২৬শে আগস্ট ফুলবাড়ী ট্রাজেডি দিবস পালিত। দিনাজপুরের ফুলবাড়ীতে কয়লা খনি বিরোধী গতকাল শুক্রবার ২৬শে আগস্ট ফুলবাড়ী ্ট্রাজেডী দিবস পালনে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা সম্মিলিত ও পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করেন। সকাল ৮টা ১মিনিটে জাতীয় শোক পতাকা উত্তোলন, সকাল ৮ টা ৩০মিনিটে কালো ব্যাচ ধারণ, সকাল ১০টা শোক র্যালী ও ফুলবাড়ী শহর প্রদক্ষিণ, সকাল ১০টা ৩০মিনিটে শহীদ বেদীতে পুষ্প মাল্য অর্পণ, সকাল ১১টা ০১ মিনিটে নিমতলা মোড়ে স্মরণ সভা ও সমাবেশ, বিকেলে মসজিদ, মন্দির ও গীর্জায় দোয়া ও প্রার্থনা পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হয়। তেল- গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আয়োজনে সকাল ১১টায় নিমতলা মোড়ে স্মরণ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয় । ফুলবাড়ী উপজেলা শাখার কমিউনিস্ট পার্টির জয় প্রকাশ এর সভাপতিত্বে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেল, গ্যাস বিদ্যুৎ বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেন, নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সারাদেশে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ষড়যন্ত্র বন্ধ করতে হবে। ফুলবাড়ীর ৬ দফা চুক্তির পূর্ণবাস্তবায়ন করতে হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণ সংহতি আন্দোলনের সম্মনায়ক জোনায়েদ সাকী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আলতাফ হোসাইন, জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সদস্য সম্পাদক টিপু বিশ্বাস, বিপ্লবী গনতান্ত্রীক পাটির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোশরেফা মিষু ,তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সাইফুল ইসলাম জুয়েল,জাতীয় গনফ্রন্টের ফুলবাড়ী শাখার আহবায়ক ও তেল গ্যাস রক্ষা কমিটির ৬ থানার সমন্বয়ক মোঃ আমিনুল ইসলাম বাবলু,ফুলবাড়ী উপজেলা এনজিও ফোরামের সভাপতি এম এ কাইয়ুম, কমিউনিস্ট পার্টির সঞ্জিত কুমার জিতু,ফুলবাড়ী নির্মান শ্রমিক সমিতির সভাপতি মোঃ আলাউদ্দিন প্রমুখ।
অপরদিকে পৃথক ভাবে ফুলবাড়ী ট্রাজেডি দিবস ২৬শে আগস্ট র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করেন সম্মিলিত পেশাজীবি সংগঠন । র্যালী শেষে পার্বতীপুরের বর্ণমালা স্কুল এন্ড কলেজের শিক্ষক ও করতোয়ার সাংবাদিক শেখ সাব্বির আলীর সভাপতিতে উর্বশী সিনেমা হলের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী পেশাজীবি সংগঠনের আহব্বায়ক পৌর মেয়র মোঃ মানিক সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলার মোঃ ময়েজ উদ্দিন,ফুলবাড়ী ইলেক্ট্রিক সমিতির সভাপতি মোঃ ফারুখ আহম্মেদ প্রমুখ। এছাড়াও দিনাজপুর জেলার হোটেল শ্রমিক ইউনিয়ন ২৭১২ রেজিঃ সভাপতি মোঃ মতিয়ার রহমান এর নেতৃত্বে শোক র্যালী বের হয় র্যালীতে অংশনেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ বকুল হোসেন ,সাংগঠনিক সম্পাদক শ্রী রতি রায় প্রমুখ।