Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27খোলা বাজার২৪, শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬: জেলায় বর্ষার মাঝ সময়ে দীর্ঘ খরার কারণে সদ্য রোপনকৃত রোপা আমন ফসলের ক্ষেত ফেটে চৌচির। খরার কারণে আমন ফসল হুমকির মুখে হওয়ায়, কৃষকের মাথায় হাত। এসময়ে রোপার আমনের চাষের উপর্যুক্ত সময় চলছে। কিন্তু আবহাওয়ার রিরূপ রূপ ধারণ করায় বর্ষার সময়ে চলছে খরা। ইতিমধ্যেই আমন ফসলের কিছু জমি চাষাবাদ করা হয়েছে এবং আরও অনেক জমিতে রোপন করা বাকী রয়েছে। দীর্ঘদিন থেকে বৃষ্টি না হওয়ায়, যে সমস্ত জমিতে রোপা আমন চাষ করা হয়েছে এবং যেগুলি রোপন করা বাকী রয়েছে সব আমন ফসলি এখন হুমকির মুখে। গত ৩ সপ্তাহ যাবৎ বৃষ্টি না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, শেরপুর জেলার সিংহ ভাগ লোক কৃষি ফসল রোপা আমনের উপর নির্ভরশীল। উক্ত রোপা আমন চাষ করে নিজেদের খাদ্যের চাহিদা মিটিয়ে, বাকী ধান দেশের অভ্যান্তরের খাদ্যের চাহিদা মিটাতে সহায়তা করে। এই বাড়তি ফসল বিক্রি করে কৃষকদের অন্যান্য চাহিদা পূর্ণ করে থাকে। কিন্তু এবছর শুরু থেকেই অতি বৃষ্টি, অনাবৃষ্টির কারণে আবহাওয়া বিরূপ রূপ নেওয়ায় কৃষকরা হতাশায় পড়েছে। গত ৩ সপ্তাহ যাকৎ বৃষ্টি না হওয়ায় সমস্ত আমন ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। যদি চলতি সপ্তাহের মধ্যে বৃষ্টিপাত না হয়, তাহলে আমন মৌসুমের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় আশংকা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে কৃষকরা হতাশার মধ্যে দিনাতিপাত করছে। কারণ অত্র জেলার কৃষকের আয়ের একমাত্র পথ আমন ফসল। এ ফসল যদি ঘরে তুলতে না পারে, তহালে তাদের দিনাতি পাত করা অতি কষ্টকর হয়ে পড়বে। অপর দিকে দেশের খাদ্য ঘাড়তির আশংকাও দেখা দিবে। প্রকাশ থাকে যে, অত্র জেলার অধিকাংশ এলাকায় সেচ ব্যবস্থার জন্য কোন রকম গভীর নলকুপ না থাকায় এ পরিস্থিতির মোকাবেলা করা খুবই দূসাধ্য ব্যাপার। উল্লেখ্য, দীর্ঘ খরার কারণে নদী-নালা, খাল-বিলে পানি শুকিয়ে যাওয়ায় মাছেরও তীব্র সংকট দেখা দিয়েছে। অপরদিকে অন্যান্য জেলায় যখন বন্যা চলছে, তখন শেরপুর জেলায় চলছে দীর্ঘ খরা। খরার কারণে আবহাওয়া এতটাই উষ্ণ যে, মানুষের মাঝে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে।