খোলা বাজার২৪, শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬: আজ শুক্রবার র্যাব-১১ সিপিএসসির একটি আভিযানিক দল এএসপি মোঃ নাজিম উদ্দীন আল আজাদের নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন সন্মানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে নরসিংদীর আলোচিত স্কুল ছাত্র জিসান হত্যা মামলার পলাতক আসামী মোঃ আশিক মিয়া (২৪), পিতা-আব্দুল হাই, সাং-বাড়ৈগাঁও, পোস্ট-সোনাতলা সিএন্ডবি বাজার, থানা-শিবপুর, জেলা-নরসিংদীকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে শিবপুর থানায় মামলা রুজু হলে আসামীরা গ্রেফতার এড়ানোর জন্য কৌশলে আত্মগোপন করে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ধরা ছোয়ার বাহিরে ছিল।
বিষয়টি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় ব্যাপকভাবে প্রচারিত হলে র্যাব-১১ এর গোয়েন্দা দল আসামীদের গতিবিধি নজরদারীতে রেখে আশিক মিয়ার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শিবপুর মডেল থানার মামলা নং-০৯ তারিখ ১০/০৭/১৬ ধারা: ৩১৪/৩২৫/৩২৬/৩০৭ পেনাল কোড এবং শিবপুর সিআর মামলা নং-৩০০/২০১৬ তারিখ ২৭/০৭/১৬ ধারা: ৩০২ পেনাল কোড রুজু আছে। সে উক্ত সিআর মামলার ৩নং পলাতক আসামী।
উল্লেখ্য, গত ঈদ-উল-ফিতরের দিন আনন্দ উপভোগ করতে বন্ধুদের সাথে ভৈরব ব্রিজ ও আশপাশের এলাকায় বেড়াতে যায়। ঘোরা ফেরার এক পর্যায়ে বাসের হেলপার ও চালকের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির জের ধরে গ্রেফতারকৃত আসামী আশিক মিয়াসহ অন্যান্য আসামীরা স্কুল ছাত্র জিসানকে এলোপাথারি মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় স্কুল ছাত্র জিসান মারা যায়।
জিহান মনোহরদী উপজেলার শুকুন্দী গাছুয়ারকান্দা গ্রামের প্রবাসী মোস্তফা কামাল ও সাবেক ইউপি সদস্যা সেলিনা বেগমের ছোট ছেলে। সে শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমীর অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র ছিল।