
মেলা উপলক্ষে হোটেল ওয়েষ্টিনে অফার হিসেবে থাকছে ৩০% ডিসকাউন্ট ডায়মন্ট জুয়েলারীতে। গোল্ডে সুলভ মুল্যে মেকিং চার্জ ফ্রি। প্রতি কেনাকাটায় থাকছে ডায়মন্ডের লকেট ফ্রি এবংScratch Card ফ্রি।
নারায়ণগঞ্জ ক্লাবের মেলায় থাকছে ৩০% ডিসকাউন্ট ডায়মন্ট জুয়েলারীতে। । গোল্ডে সুলভ মুল্যে মেকিং চার্জ ফ্রি। ১ লাখের উপর কেনাকাটায় থাকছে ডায়মন্ডের লকেট ফ্রি এবং ১০০০০/- টাকার উপরে কেনাকাটা করলে Scratch Card ফ্রি।
এছাড়াও উভয় মেলায় ব্রাইডাল কালেকশনের ডায়মন্ডের গহনা, সোনা ও প্লাটিনাম জুয়েলারির নিত্য নতুন ডিজাইনের পণ্য কেনার দুলর্ভ সুযোগ করে দিচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড এর পরিচালক সবিতা আগরওয়ালা ডায়মন্ড ওয়ার্ল্ডের ক্রেতাসাধারণ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা এবং প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীসহ ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড এর উর্ধ্বতন কর্মকর্তারা।