Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খোলা বাজার২৪, শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬: indexযুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অর্ধেকেরও বেশি ভোটার ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দেবেন। নতুন এক জনমত জরিপে এ তথ্য জানা গেছে। এই প্রথমবারের মত ডেমোক্রেটিক দলের কোন প্রেসিডেন্ট প্রার্থী ৫০ শতাংশেরও বেশি ভোটারের সমর্থন লাভ করলেন।

বৃহস্পতিবার কুইনিপিয়াক ইউনিভার্সিটির প্রকাশিত এ জরিপে দেখা যায়, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ৫১ শতাংশ ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৪১ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন।
কুইনিপিয়াক ইউনিভার্সিটি পোলের সহকারি পরিচালক টিম মলয় বলেন, জনমত জরিপে হিলারি ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে রয়েছেন। এর অর্থ যত সময় যাচ্ছে ট্রাম্পের সমর্থন হ্রাস পাচ্ছে।
তৃতীয় কোন দলের প্রার্থীকে গণনায় নিলে হিলারির প্রতি সমর্থন ৫০ শতাংশের নিচে নেমে যায়।
লিবারটারিয়ান পার্টির প্রার্থী গ্যারি জনসন ও গ্রিন পার্টির জিল স্টেইনকে জরিপ প্রক্রিয়ায় যুক্ত করলে দেখা যায়, সাবেক ফার্স্ট লেডি হিলারিকে সমর্থন করছেন ৪৫ শতাংশ আর ট্রাম্পকে সমর্থন করছেন ৩৮ শতাংশ ভোটার।
জনসনকে সমর্থন করছেন ১০ শতাংশ ও স্টেইনকে সমর্থন করছেন ৪ শতাংশ ভোটার।
কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয় সারাদেশে দেড় হাজার ভোটারের কাছে টেলিফোনে এ জনমত জরিপ চালায়। গত ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট এ জরিপ চালানো হয়।