
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বাসস’কে জানান, আগামীকাল বিকেল ৪ টায় প্রধানমন্ত্রীর গণভবনস্থ সরকারি বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
বাগেরহাটের রামপালে ১,৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে। বাংলাদেশ-ভারত মৈত্রী পাওয়ার কোম্পানি লিমিটেড-এর নামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের ন্যাশনাল টার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড বিদ্যু কেন্দ্রটি নির্মাণ করবে।