Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14079596_1251735041512991_1544511597407670372_nখোলা বাজার২৪, শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬: ২০ দলীয় জোটের শীর্ষনেতা, জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান বলেন, বাম-ডান চিনি না বুঝি না। দেশের স্বার্থ বিরোধী রামপালের বিরুদ্ধে যাঁরাই সংগ্রাম করছেন তাঁরাই দেশপ্রেমিক। এ সংগ্রামে জাগপা সহ ২০ দল আছে এবং থাকবে।

তিনি বলেন, জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’র সদস্যরা যেন না ভোলেন জাতীয়তাবাদী আদর্শ রক্ষায় শহীদ জিয়া প্রাণ দিয়েছেন কিন্তু আপস করেন নাই।

মাজারে শুধু ফুল দিলেই হবে না এ আদর্শকে হৃদয় এবং কর্মে ধারণ করতে হবে। আমরা প্রতিবেশী ভারতের বন্ধু হতে চাই। কিন্তু ওরা বেনিয়ার মতো আচরণ করছে। সুতরাং ভারতীয় আ14034912_1251735044846324_9179488009905960151_nগ্রসনের বিরুদ্ধে সংগ্রাম চলছে এবং চলবে।

২৬ আগষ্ট শুক্রবার সকাল ১১ টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের মাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মাজার জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’র সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. আহমেদ আজম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপি নির্বাহী কমিটির সদস্য এ্যাড. রফিক শিকদার, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মোঃ জাকির হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাড. জিয়াউল হক জিয়াসহ কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।