Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি দেশের মানুষকে সব সময়ই কাঁদিয়েছে। তাই তাদের চোখে পানি মানায় না।

আজ শুক্রবার বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হানিফ এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ নেতা আরো বলেন, ‘মির্জা ফখরুল সাহেব, ২০০১ সালের কথা মনে পড়ে। আপনারা ক্ষমতা দখল করার পর সারা দেশে যেভাবে তাণ্ডব চালিয়েছিলেন, আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিলেন, ২০১৩ সালে সারা দেশে আপনারা সন্ত্রাস চালিয়েছিলেন, যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য। ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন, বহু মানুষকে হত্যা করেছিলেন। তখন কোথায় ছিল আপনাদের বিবেক? এখন একজন কর্মীকে রিকশা চালাতে দেখে আপনাদের দরদ উথলে যাচ্ছে।’
হানিফ বলেন, ‘বিএনপির প্রতিহিংসার শিকার হয়ে যাঁরা হতাহত হয়েছেন, তাঁদের জন্য মির্জা ফখরুলদের চোখের পানি আসে না। কিন্তু যাঁরা এ ঘটনায় অভিযুক্ত হয়ে পালিয়ে বেড়াচ্ছেন, তাঁদের জন্য মায়াকান্না করেছেন তাঁরা।’
বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে জানিয়ে হানিফ বলেন, হত্যাকারীদের পাশাপাশি যারা এ ঘটনার পেছনের ষড়যন্ত্রকারী, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। এ জন্য তদন্ত কমিশন গঠনের দাবি জানান তিনি।
গত মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে কোনো গুম-খুন কিংবা হত্যাকাণ্ডেরই বিচার হচ্ছে না; বরং তদন্তের আগেই বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে অভিযুক্তদের মেরে ফেলা হচ্ছে। রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরকারের স্বার্থ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় কান্নাজড়িত কণ্ঠে মির্জা ফখরুল আরো বলেন, ‘প্রতিদিন ক্রসফায়ার, একটা, দুটা, তিনটা, চারটা চলছে। যতজনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে, একটা লোক বেঁচে আছে? সবাইকে আপনার ক্রসফায়ার, গান ব্যাটলের অদ্ভুত সব গল্প, অলীক গল্প তৈরি করে মেরে ফেলা হয়েছে। সিগন্যালে থামে গাড়ি, হকার ছেলেপেলে, ইয়াং ছেলেপেলে আসে, দেখে বলে যে, স্যার, আমি বিএনপি করতাম লক্ষ্মীপুরে। এত মামলা, পালিয়ে চলে এসেছি, এখন হকারি করছি। রিকশা চালায় আমাদের ছেলেপেলে।’