খোলা বাজার২৪, শনিবার, ২৭ আগস্ট ২০১৬: কুড়িগ্রাম : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে আজ শনিবার সকাল ১০টায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধানের বীজ, চারা ও মাসকালাই বীজ বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকাররের মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগেশ্বরীর স্থানীয় এমপি, মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা প্রশাসক খান মোঃ নুরল আমীন, পুলিশ সুপার তবারক উল্লাহ, কৃষিসম্প্রসারণ অধিদপ্ত্রের উপপরিচালক মকবুল হোসেন , জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক, জাফর আলী প্রমুখ।
চারা বিতরণের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলার কৃষকদের উদ্দেশ্যে বক্তৃতা উপস্থাপন করেন মাননীয় কৃষি মন্ত্রী। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্থ সব কৃষকদেরকে সহযোগীতা করা হবে। অনুষ্ঠান শেষে মাননীয় কৃষি মন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্থ কুড়িগ্রামের কয়েকটি এলাকা পরিদর্শন করেন।