Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

state-minister-taranaখোলা বাজার২৪, রোববার, ২৮ আগস্ট ২০১৬: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ছাত্রজীবন থেকেই রাজনীতি করতেন। আমরা তাঁকে আওয়ামী লীগের সভাপতি হিসেবে পেয়েছি। তিনিই ধরেছেন নৌকার হাল, সঠিক গন্তব্যে তিনিই নৌকাকে নিয়ে যেতে পারবেন। কারণ বঙ্গবন্ধুর মতো চারিত্রিক দৃঢ়তা, সততা ও আর্দশ তাঁরই আছে।

গতকাল ঢাকায় গার্হস্থ্য অর্থনীতি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যারা ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয় নাই, মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার, আলবদর, আলসামস ও শান্তিকমিটিতে নাম লিখিয়েছিল তারাই ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। তিনি বলেন, এরাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। তারা আজো বাংলাদেশে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে, ধর্মের অপব্যাখ্যা দিয়ে তরুণ প্রজন্মকে ভিন্নপথে পরিচালিত করছে।

আলোচনাসভায় অন্যান্যের মধ্যে কলেজের অধ্যক্ষ শামসুন্নাহার বেগম, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শমী কায়সার বক্তৃতা করেন।