কুষ্টিয়ায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মুকুল মুন্সি (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, মুকুল একজন ডাকাত।
র্যাব-১২–এর কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, উপজেলার মশান এলাকায় ডাকাতি হবে—এমন খবরে র্যাব অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি করলে বন্দুকযুদ্ধ শুরু হয়। এর এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় মুকুল মুন্সি নামের ওই ডাকাত।
এ সময় অন্যরা পালিয়ে গেলে র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, দুইটি চাপাতি ও ডাকাতিকাজে ব্যবহৃত গাছকাটা করাত, দড়ি উদ্ধার করে।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ভেড়ামারাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে অর্ধ ডজন মামলা রয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।