Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5kখোলা বাজার২৪,রবিবার, ২৮ আগস্ট ২০১৬: বাংলাদেশ বার কাউন্সিলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি।

রবিবার সকাল ১১টায় শহরের জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে সমতির সকল সদস্যদের অংশগ্রহনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্টিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির প্রবীন আইনজীবী ফজলুল হক আছপিয়া, জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি এডভোকেট আপ্তাব উদ্দিন, সিনিয়র আইনজীবি এডভোকেট সুরেশ দাস,সিনিয়র ্আইনজীবি এডভোকেট স্বপন কুমার দেব ,বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বজলুল মজিদ খসরু,এডভোকেট আফতাব উদ্দিন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, এডভোকেট স্বপন কুমার দাস রায়, এডভোকেট শফিকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন দেশে জঙ্গীবাদের কোন স্থান নেই। এছাড়া জঙ্গীবাদের সাথে সংশ্লিষ্ট বা জড়িত কাউকেই আইনের কোন সহায়তা না দিতে সকল আইনজীবীদের প্রতি আহবান জানান।