Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪,রবিবার, ২৮ আগস্ট ২০১৬: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গত শুক্রবার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন ও আরও এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রগতিশীল সাংবাদিক ফোরামের ব্যানারে গত শনিবার বিকেল ৫টায় শহরের ব্রিজের মোড় স্বাধীনতা ভাস্কর্যের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সাংবাদিক আজাদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইমরুল কায়েস, জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, মুক্তিযোদ্ধা ও সমাজসেবক আলতাফুল হক চৌধুরী, নওগাঁ থেকে প্রকাশিত দৈনিক ‘প্রথম সংবাদ’- এর সম্পাদক আজাদ হোসেন মুরাদ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রফিকুল ইসলাম, দৈনিক সংবাদের নওগাঁ জেলা প্রতিনিধি কাজী কামাল হোসেন, নওগাঁ প্রথম আলো বন্ধুসভার সভাপতি তাসলিমা ফেরদাউস প্রমুখ।

বক্তারা বলেন, সরকারের উদাসীনতায় একের পর এক সাংবাদিকের ওপর হামলা মামলা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি আবদুল রবের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

এদিকে নওগাঁর সাপাহার উপজেলা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে নাচোলে সাংবাদিকের ওপর হামলাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী জানিয়ে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি তছলিম উদ্দীন, সহ-সভাপতি কামরুল ইসরাম, সম্পাদক ছাদেক উদ্দীন, সাবেক সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

গত শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মানিকাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, সাংবাদিক আব্দুর রব, চাঁপাইনবাবগঞ্জ প্রথম আলো বন্ধুসভার সহ-সভাপতি আলীমুজ্জামান কীরণ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা বঙ্গপাল সরদারের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়।