Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12kখোলা বাজার২৪,রবিবার, ২৮ আগস্ট ২০১৬: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন সরকারী জলাশযে মাছের পোনা অবমুক্তকরণ রোববার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। বিভিন্ন জাতের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে জেলা মৎস্য অফিসার সামসুল আলম শাহ্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজস্ব খাতের আওতায় ২০১৬-২০১৭ অর্থ বছরে পোনা অবমুক্তকরণ কর্মসূচী হিসেবে এ সময় উপজেলা মৎস্য অফিসার ওয়ালিউল ইসলামের(ভারপ্রাপ্ত) নেতৃত্বে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগ মৎস্য স¤প্রসারণ অফিসার উদয় রোজারিও। অন্যান্যের মধ্যে উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আব্দুল হান্নান, খামার ব্যবস্থাপক আব্দুর রহিম আমনুরাসহ এ ছাড়াও স্থানীয় সাংবাদিকগণ। উপজেলা মৎস্য অফিসার জানান, উপজেলা পরিষদের আনন্দপুকুরসহ এলাকার সরকারী বিভিন্ন জলাশয়ে মোট ৪৬৯.২৩ কেজি বিভিন্ন জাতের-রুই, কাতলা ও মৃগেল-এর পোনা অবমুক্তকরণ করা হয়।