খোলা বাজার২৪,রবিবার, ২৮ আগস্ট ২০১৬: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন টেকেরঘাট বিওপির নায়েব সুবেদার মোঃ রমজান আলী এর নেতৃত্বে শনিবার গভীর রাতে গোপন সংবাদে ভিত্তিতে বিজিবি”র একটি টহল দল সীমান্তÍ মেইন পিলার ১১৯৮/১০-এস এর নিকট অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ আটক করেছে। যার বর্তামন বাজার মূল্যে ১৫ হাজার টাকা।
অপরদিকে গতকাল রবিবার সদর উপজেলার নারায়নতলা বিওপির নায়েব সুবেদার মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে দুপুরে সীমান্তÍ মেইন পিলার ১২১৪/২-এস এর কাঠালবাড়ী নামক স্থান হতে ৪৫ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করে। যার আনুমানিক মূল্য ৬৭ হাজার ৫ শত টাকা। এ সময় বিজিবি এর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ভারতীয় মদগুলো রেখে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ পরিত্যক্ত অবস্থায় মদগুলো উদ্ধার করে। এ রিপোর্টা লিখা পর্যন্ত মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এ ব্যাপারে সুনামগঞ্জ অঞ্চলে ২৮ বার্ডরগার্ড বিজিবির অদিনায়ক লেঃ কর্ণেল নাসির উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে বিজিবি”র বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।