খোলা বাজার২৪,রবিবার, ২৮ আগস্ট ২০১৬: পৃথিবীর বিভিন্ন দেশে জঙ্গি নির্মূলের যে পদ্ধতি অনুসরণ করা হয় বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সেই পদ্ধতি অবলম্বন করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। একইসঙ্গে তিনি অভিযোগ করেন দেশের চলমান জঙ্গি তৎপরতার পেছনে রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপি ইন্ধন জোগাচ্ছে।
রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এ অভিযোগ করেন।
৩০ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভার প্রস্তুতি হিসেবে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি প্রমাণ করেছে, জামায়াত তো জঙ্গিদের পেছনে আছেই। বিএনপি ও খালেদা জিয়াও জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করেন। বাংলাদেশের জঙ্গিদের পেছনে যে রাজনৈতিক শক্তি ইন্ধন জোগাচ্ছে, সেই রাজনৈতিক শক্তি বিএনপি- এই কথা প্রমাণিত হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া প্রকাশ্যে বলছেন, এরা জঙ্গি কি না সন্দেহ। এটা পরিষ্কার বিএনপি এর পেছনে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানাবো এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ব্যবস্থা করুন। শুধু জঙ্গি নির্মূল করলে হবে না। এদের পেছনে কারা তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
খাদ্যমন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে জঙ্গি নির্মূলের যে পদ্ধতি সে পদ্ধতি বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী অবলম্বন করছে। কোথাও দেখবেন না জঙ্গিদের বিচারে সোপর্দ করা হচ্ছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সর্বহারাদের দেখেছেন, এখন আর সর্বহারা নেই। জঙ্গি দমনে সারা পৃথিবীর মতো বাংলাদেশও একই ধরনের ব্যবস্থা গ্রহণ করছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগরের সাবেক নেতা আব্দুল হক সবুজ প্রমুখ।