Fri. Aug 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
2016-08-29_2_509523খোলা বাজার২৪,সোমবার, ২৯ আগস্ট ২০১৬: উপকূলীয় বরগুনা জেলায় চলছে আউশ ধান কাটার মৌসুম। ধান কাটা, মাড়াই, ঝার-পোছ, সংরক্ষন বা বিক্রির জন্য প্রয়োজন কুলা, ঢাকি, জালা, সাজি, মোড়া, ডোলা পাল্লাসহ বিভিন্ন জিনিসপত্র। তাই হাটের দিনে এ অঞ্চলে বাঁশের তৈরী জিনিসপত্রের বাজার জমজমাট হয়ে উঠেছে। বাজারে এ সকল তৈজসপত্রে চাহিদা বেড়ে যাবার সাথে সাথে এগুলো প্রস্তুতকারক গ্রামীণ পরিবারগুলোতে ব্যস্ততা বেড়েছে।

বরগুনার আমতলী উপজেলার কলেজ রোডে, মিঠা বাজারে ঘুরে দেখা গেছে, স্থানীয় কৃষকরা বাঁশের তৈরি এসব জিনিসপত্র কিনছেন। কুলা ও সাজি কিনতে আসা চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের গ্রামের কৃষক মো. সবুজ জানান, ধান কাটা মাড়াই-এর কাজ শুরু করেছি এজন্য কুলা, সাজি ও ধান-চালা, চালুনি কিনতে এসেছি।
বাঁশের তৈরী তৈজসপত্র বিক্রেতা নরেশ চন্দ্র জানান, আউশ ধান কাটা, মাড়াই উপলক্ষে বাঁশের তৈরি কুলা, ঢাকি, সাজি সহ বিভিন্ন প্রকার জিনিসপত্রের চাহিদা বেড়েছে। এসব জিনিসপত্র কৃষি কাজের জন্য প্রত্যেক কৃষকের প্রয়োজন।
বরগুনা কৃষি বিভাগের কর্মকর্তা বদরুল হোসেন জানিয়েছেন, অনেক জায়গাতেই প্লাস্টিক সামগ্রির দাপটে বাঁশ বা বেতজাত তৈজসপত্র হারিয়ে যেতে বসেছে। কিন্তু কৃষি কাজে এখনও প্রাকৃতিক এ উপকরণটির সাহায়্যে স্থানীয়রা জিনিসপত্র তৈরী করে ঐতিহ্য ধরে রেখেছেন।

অন্যরকম