
বরগুনার আমতলী উপজেলার কলেজ রোডে, মিঠা বাজারে ঘুরে দেখা গেছে, স্থানীয় কৃষকরা বাঁশের তৈরি এসব জিনিসপত্র কিনছেন। কুলা ও সাজি কিনতে আসা চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের গ্রামের কৃষক মো. সবুজ জানান, ধান কাটা মাড়াই-এর কাজ শুরু করেছি এজন্য কুলা, সাজি ও ধান-চালা, চালুনি কিনতে এসেছি।
বাঁশের তৈরী তৈজসপত্র বিক্রেতা নরেশ চন্দ্র জানান, আউশ ধান কাটা, মাড়াই উপলক্ষে বাঁশের তৈরি কুলা, ঢাকি, সাজি সহ বিভিন্ন প্রকার জিনিসপত্রের চাহিদা বেড়েছে। এসব জিনিসপত্র কৃষি কাজের জন্য প্রত্যেক কৃষকের প্রয়োজন।
বরগুনা কৃষি বিভাগের কর্মকর্তা বদরুল হোসেন জানিয়েছেন, অনেক জায়গাতেই প্লাস্টিক সামগ্রির দাপটে বাঁশ বা বেতজাত তৈজসপত্র হারিয়ে যেতে বসেছে। কিন্তু কৃষি কাজে এখনও প্রাকৃতিক এ উপকরণটির সাহায়্যে স্থানীয়রা জিনিসপত্র তৈরী করে ঐতিহ্য ধরে রেখেছেন।