Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

indexখোলা বাজার২৪,সোমবার, ২৯ আগস্ট ২০১৬: শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহ্বায়ক ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে ইতোমধ্যে জনগণের মধ্যে অভূতপূর্ব ঐক্য হয়েছে। জঙ্গিরা সমাজে বেশী দিন টিকতে পারবে না।

তিনি বলেন, যুদ্ধাপরাধী, ৭৫-এর বঙ্গবন্ধুর খুনীরা ও বিএনপির’ খালেদা জিয়া আজ এক হয়েছে। তারা জঙ্গিবাদকে উস্কে দিতে চায়। এ সমস্ত ষড়যন্ত্র করে কোন লাভ হবে না।
আজ রাজধানীর সেগুনবাগিচা সিজিএ চত্বরে বাংলাদেশ অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্টের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এতে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান কবির আহম্মেদ খান শ্রমিক কামরুল আলম সবুজ, চিত্র পরিচালক রোকেয়া প্রাচী ও পিটিএন্ডসি অধি দপ্তরের মো. শামস হোসেন।
সমাবেশে সভাপতিত্ব করেন অডিটর একেএম শাহ্জালাল মিয়া।
এই কর্মচারী সমাবেশের আয়োজক ছিল বাংলাদেশ অডিটরস ওয়েলফেয়ার এসোসিয়েশন, বাংলাদেশ অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্ট এবং সিজিএ কর্মচারী সমিতি ও সিজিএ ৪র্থ শেণি কর্মচারী সমিতি।’
নৌ পরিবহন মন্ত্রী বলেন, বেগম জিয়া বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। তাই তিনি উন্নয়নবাধাগ্রস্ত করতে জঙ্গিদের ব্যবহার করছেন।
তিনি বলেন, পাকিস্তান একটি সন্ত্রাসী রাষ্ট্র। যে দেশে পার্লামেন্টে যুদ্ধপারাধীদের পক্ষে সাফাই গায় সেদেশ পার্লামেন্ট কি আপনারা ভাল মত্যে জানেন।
নৌ পরিবহন মন্ত্রী বলেন, পাকিস্তানীদের কাছে আমাদের যে পাওনা রয়েছে তা ফিরিয়ে দিতে হবে। বিশ্বের প্রায় দেশ থেকে বাংলাদেশের ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য দেয়া কোটি কোটি টাকা পাকিস্তােেনর হাবিব ব্যাংকে জমা রয়েছে তা পাকিস্তানের কাছ থেকে ফেরত চাই।