Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
1449582_kalerkantho_pic
খোলা বাজার২৪, মঙ্গলবার,৩০ আগস্ট ২০১৬: স্কুলছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যায় জড়িত ওবায়দুলের ফাঁসি দেখতে চান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সোমবার বেলা ১২টার দিকে রাজধানীর কাকরাইলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অবরোধ কর্মসূচিতে হাজির হয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যারা আমাদের শিক্ষার্থীদের হত্যা করে তারা কোনো মানুষ না, মানুষ নামের পশু। এই হত্যাকাণ্ড আমিও মানতে পারছি না। এই বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলছি। আমি এই হত্যার বিচার চাই এবং খুনি ওবায়দুলকে গ্রেপ্তার করে কাঠগড়ায় দাঁড় করাতে চাই। আইন অনুযায়ী তার ফাঁসির রায় দেখতে চাই।

মন্ত্রী আরো বলেন, আমি সকল শিক্ষার্থীর নিরাপত্তা চাই, কোনো শিক্ষার্থীর গায়ে আঘাত হলে তা মানতে পারব না। কেউ যদি কোনো ভুল করে তার বিচার আমার কাছে দেবেন, আমি তা দেখব।

এদিকে, দুপুর ১টার দিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারও ঘটনাস্থলে যান। তিনি বলেন, আমাদের দেশে এই ধরনের কোনো হত্যার বিচার ঠিকমতো হয় না। যদি তনু, আফসানা হত্যার বিচার হতো, তবে আজ রিশাকে মরতে হতো না।

ইমরান আরো বলেন, আমরা এই রিশার হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার দেখতে চাই এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ বিচার চাই।

এর আগে শিক্ষামন্ত্রী রিশার মৃত্যুতে শোক ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ নেন।

গত ২৪ আগস্ট রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশাকে ছুরিকাঘাত করে ওবায়দুল নামের এক যুবক। পরে রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিশার মৃত্যু হয়। এর প্রতিবাদে গতকাল ও আজ রাস্তা অবরোধ করেন তার সহপাঠী, শিক্ষক ও অভিভাবকরা।