একই সঙ্গে সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হককে আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট দিনাজপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লিখিত দুইটি কমিটি ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে আলোচনা করে ঢাকা ও দিনাজপুর জেলা কমিটি চূড়ান্ত করেন।
ঢাকা জেলা কমিটি
ডা. দেওয়ান মো: সালাউদ্দিন-সভাপতি, নাজিম উদ্দিন মাস্টার-সিনিয়র সহ-সভাপতি, খন্দকার আবু আশফাক-সাধারণ সম্পাদক, আহসান হাবীব নওয়াব- প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, রেজাউল করিম পল সাংগঠনিক সম্পাদক।
কমিটি ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় দেওয়ান মো: সালাউদ্দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন, আশা করি আগামী দেড় মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি দেয়া হবে। এরপর পর্যায়ক্রমে উপজেলা ও থানা কমিটি করা হবে।
দিনাজপুর জেলার আহ্বায়ক কমিটি
এ জেড এম রেজওয়ানুল হক-আহবায়ক, যুগ্ম আহবায়ক মো. লুৎফর রহমান মিন্টু, মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. রেজিনা ইসলাম, অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, মো. খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদ, মো. হাসানুজ্জামান উজ্জল, অ্যাডভোকেট আনিসুর রহমান চৌধুরী এবং মো. মোকারম হোসেন।
উল্লেখ্য, সম্প্রতি দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুঢ় চৌধুরী মারা গেছেন।