খোলা বাজার২৪, মঙ্গলবার,৩০ আগস্ট ২০১৬: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আধ্যাপক আনু মুহাম্মদের সমালোচনা করে বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে অনেকেই ভুল তথ্য পরিবেশন করছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অর্থনীতি পড়ান, তারা যখন পরিবেশ বিশেষজ্ঞ হয়ে যান তখনই বিপত্তিটা ঘটে। বিশ্ববিদ্যালয়ে পড়ান রাজনীতি বিজ্ঞান, অর্থনীতি কিন্তু বিশেষজ্ঞ হয়ে গেছেন পরিবেশের। এতেই সৃষ্টি হয়েছে সমস্যা।
সোমবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, অর্থনীতিবিদরা পরিবেশবিদের ভূমিকা পালন করার কারণেই তারা অনেক ভুল এবং অসত্য তথ্যের ভিত্তি করে বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন।
তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির উদ্দেশে হাছান মাহমুদ বলেন, আপনাদের কমিটিতো তেল গ্যাস রক্ষা জন্য। সরকারতো সেই তেল গ্যাস রক্ষার জন্যই কয়লা ভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপন করেছে। গ্যাসভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র হলেতো গ্যাস নষ্ট হবে। এটা আমাদানি নির্ভর কয়লার উপর নির্ভর করে স্থাপন করা হচ্ছে।