Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
imagesখোলা বাজার২৪, মঙ্গলবার,৩০ আগস্ট ২০১৬: আগামী ০১ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শেরেবাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি ও ফাতেহা পাঠ করবেন।

এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে আগামী ০১ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার বেলা ২টায় ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও দেশের বরেণ্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে আলোচনা সভা ও পুস্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

এছাড়াও সারাদেশে মহানগর, জেলা, থানা/উপজেলা, পৌরসভা ও সকল ইউনিটে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহবান জানিয়েছেন।