Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

maxresdefaultখোলা বাজার২৪, বুধবার,৩১ আগস্ট ২০১৬: আসন্ন আয়ারল্যান্ড সফরে সবগুলো ম্যাচই জিততে চান বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম। আয়ারল্যান্ড সফর নিয়ে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে জাহানারা বলেন, ‘২০১২ সালের পর আবারো আয়ারল্যান্ড সফরে যাচ্ছি আমরা। আমাদের লক্ষ্য সবগুলো ম্যাচ জয়।’

এবারের আয়ারল্যান্ড সফরে দু’টি করে টুয়েন্টি টুয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। টি-২০ দিয়ে শুরু হবে সফর। ৫ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-২০ সিরিজ। এরপর ৮ সেপ্টেম্বর প্রথম ও ১০ সেপ্টেম্বর দ্বিতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে জাহানারার দল।
সফরের এই চারটি ম্যাচেই জয় পেতে চান জাহানারা, ‘২০১২ সালে আমরা আয়ারল্যান্ড সফর করেছিলাম। চার বছর পর আবারো আয়ারল্যান্ড সফরে যাচ্ছি। এই চার বছরে আমাদের অভিজ্ঞতা অনেক বেড়েছে। আমরা আগের চেয়ে অনেক ভালো দলে পরিণত হয়েছি। তাই আমাদের লক্ষ্য সফরের চারটি ম্যাচ জয়।’
আগামী ২ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ। মূল লড়াইয়ে নামার আগে সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার সুযোগটা খুব কমই পাচ্ছে তারা। তারপরও সেখানকার কন্ডিশনে কোন সমস্যা হবে না বলে মনে করেন জাহানারা, ‘প্রথম টি-২০ ম্যাচের আগে দু’দিন অনুশীলনের সুযোগ পাবো আমরা। ওই দু’দিনেই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। আশা করছি, কোন সমস্যা হবে না।’