Mon. Oct 20th, 2025
Advertisements
69416-250x120
খোলা বাজার২৪, বুধবার,৩১ আগস্ট ২০১৬: দামুড়হুদায় বৃক্ষমেলা থেকে অপহৃত স্কুলছাত্র মাহবুল আলম সজীবের লাশ ৩২ দিন পর চুয়াডাঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে জেলা শহরের সিঅ্যান্ডবি পাড়ার একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংকি থেকে র‌্যাব তার লাশ উদ্ধার করে।

নিহত সজীব (১৩) দামুড়হুদা উপজেলা শহরের ব্রিজপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে ও চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

ঝিনাইদহ র‌্যাব-৬ পরিচালক মনির আহমেদ জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে জেলা শহরের সিঅ্যান্ডবি পাড়ার রকিবুল ইসলাম রাকিবের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এসময় মোবাইল ফোন ট্রাকিং করে সজীবের লাশ উদ্ধারে অভিযান চালানো হয়।

পরে ওই পরিত্যক্ত বাড়ির উঠোনে নবনির্মিত একটি সেপটিক ট্যাংক থেকে সজীবের লাশ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সজিব গত ২৯ জুলাই দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে মোবাইল ফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অজ্ঞাত দুর্বৃত্তরা।