খোলা বাজার২৪, বুধবার,৩১ আগস্ট ২০১৬: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম-খুনের কারণে বাংলাদেশের পরিস্থিতি অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। এখন আর চুপ করে বসে থাকলে আর চলবে না। সবাইকে সোচ্চার হতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় এ কথা বলেন ফখরুল।
অনুষ্ঠানে ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ে নিখোঁজদের নিয়ে ‘অনন্ত অপেক্ষা’ নামে একটি প্রমাণ্যচিত্র উপস্থাপন করা হয়।এতে বিভিন্ন সময় নিখোঁজ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।
এ সময় স্বজন হারানোর কষ্টের অনুভূতি তুলে ধরেন। পাশাপাশি নিখোঁজদের ফিরিয়ে দিতে উদ্যোগ নিতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন তারা।
ভুক্তভোগীদের এসব অভিজ্ঞতার বর্ণনা শেষে মির্জা ফখরুল বলেন, আমরা কি ভয়াবহ অবস্থার মধ্যে আছি তা এসব মানুষের বক্তব্যে তা উঠে এসেছে। এই ধরনের গুমকে জাতিসংঘ মানবতাবিরোধী অপরাধ হিসেবে ঘোষণা দিয়েছে। তাই বাংলাদেশে যারা এই ধরনের ঘটনায় জড়িত তারা কেউ রেহাই পাবেন না। গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে প্রত্যেকটি ঘটনার বিচার হবে।