Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2016-08-31_3_664801খোলা বাজার২৪, বুধবার,৩১ আগস্ট ২০১৬: জাপানের উত্তরাঞ্চলের একটি বৃদ্ধনিবাসে ৯ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। একটি শক্তিশালী টাইফুন ওই অঞ্চলকে লন্ডভন্ড করে দেয়।

বুধবার পুলিশ একথা জানিয়েছে।
আইওয়াতে অঞ্চলের পুলিশ শুকো সাকামোতো বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘আমরা এই মৃতদেহগুলো সনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
ইওয়াইজুমি শহরের ওই বৃদ্ধনিবাসের ভিতরে ওই ৯টি মৃতদেহ পাওয়া গেছে। শহরটি বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
সরকারি নিউজ চ্যানেল এনএইচকে জানায়, ওই বৃদ্ধনিবাসে বন্যার পানিতে আটকা পড়াদের উদ্ধারে পুলিশ সেখানে গিয়ে মৃতদেহ ৯টি দেখতে পায়। টাইফুন লিওনরকের প্রভাবে এই বন্যা দেখা দিয়েছে।
টাইফুন লিওনরক মঙ্গলবার সন্ধ্যায় জাপানের উত্তরাঞ্চলে আঘাত হানে। এতে ভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দেয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।