Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
2-22
খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০১৬: এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে কিরগিজস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের তরুণীরা।  নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে ১০-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে লাল সবুজ বাহিনী।
ম্যাচে অধিনায়ক কৃষ্ণা রানী হ্যাটট্রিক করেন। এছাড়াও অনুচিং মোগিনী, শামসুন্নাহার দুটি করে গোল করেন। একটি করে গোল করেন নার্গিস আক্তার, মার্জিয়া ও মারিয়ার।

এর আগে ইরানকে ৩-০ গোলে হারিয়ে শুরু করা গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল।

নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইরানকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্তভাবে প্রতিযোগিতার শুরু করে বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নেয়।

সিঙ্গাপুরকে ৫-০ গোলের ব্যবধানে হারায় কৃষ্ণা রানী সরকারের দল।