
খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০১৬: রাজধানীর মোহাম্মদপুরে মেঘলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আরন (১১) নামে শিশু কর্মচারীর পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়া হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি এ খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে পশ্চিম কাটাসুর এলাকায় এ ঘটনা ঘটে। আরনের সহকর্মী মিন্টু ও সাদ্দাম জানায়, বিকেলে শরিফুল ও আরনকে ওয়ার্কশপে রেখে বাসায় যায় তারা। এরই মধ্যে শরিফুল জোর করে বায়ু মেশিনের পাইপ আরনের পায়ুপথে দিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আরনের পেট ফুলে যায়। পরে তাকে প্রথমে বাংলাদেশ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালে নেয়া হয়।