Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০১৬: 14224738_1257081470978348_8895660866909309448_nআজ ৪দিন পার হয়ে গেলেও সৈয়দ মাকিতুল হাসান আছমিত (প্রমি)’র খোজ পাওয়া যায়নি জাতীয় মানবাধিকার সমিতির উদ্বেগ আজ ৪দিন পার হয়ে গেলেও সৈয়দ মাকিতুল হাসান আছমিত (প্রমি)’র খোজ পাওয়া যায়নি। গত ২৯শে আগষ্ট ২০১৬ সন্ধ্যার পর বরিশাল চৌমাথার বাসা থেকে বের হওয়ার পর এখনও ঘরে ফিরেনি প্রমি। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে গত ৩০শে আগষ্ট বরিশাল কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। যার ডায়েরী নম্বর-১৪১৪। সৈয়দ মাকিতুল হাসান আছমিত (প্রমি) বরিশাল উদয়ন স্কুলের ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। পদ্মা শাখা রোল নং-১২। আসন্ন এসএসসি পরীক্ষায় তার অংশগ্রহনের কথা ছিল। টেস্ট পরীক্ষা ঈদুল আযহার পর পরই অনুষ্ঠিত হবে। এর আগে তার হারিয়ে যাওয়া পরিবারসহ বন্ধু মহলে ব্যাপক হতাশার সৃষ্টি করছে। সকলের দাবী কি কারণে? কিভাবে প্রমি নিরুদ্দেশ হয়েছে তা খুজেঁ বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। পরিবারের পক্ষ থেকে এব্যাপারে সর্বাত্মক সহযোগিতার কথা বলা হয়েছে। আজ ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ওসমান গনি ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে বরিশাল উদয়ন স্কুলের দশম শ্রেণীর ছাত্র সৈয়দ মাকিতুল হাসান আছমিত (প্রমি কে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবী করেন। নেতৃবৃন্দ বলেন- প্রমি অত্যান্ত মেধাবী ছাত্র হিসেবে স্কুলে সকলের প্রিয় ছিল। হঠাৎ করে তার এ নিরুদ্দেশ সবাইকে হতবাক করেছে। সে নিখোজ হয়েছে কিনা তা বের করার দায়িত্ব প্রশাসনের।