রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে খালদে খালেদা জিয়া নিজের টুইটার অ্যাকাউন্ট উদ্বোধনের পাশাপাশি বিএনপির নতুন ওয়েবসাইট (www.bnpbangladesh.com), ফেসবুক পেজ (bnp.communication) ও ব্লগও (www.banaladeshivoices.blogspot.com) উদ্বোধন করেন।
পরে বিএনপির নতুন ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘যুগের সঙ্গে তাল মেলাতে ফেসবুক পেজ ও টুইটার অ্যাকাউন্টে বিএনপি চেয়ারপারসন সক্রিয় হচ্ছেন। সেখানে তিনি তার মতামতসহ সমসাময়িক বিষয়াদি তুলে ধরবেন। বিশ্ব নেতাসহ দেশ-বিদেশের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে দলীয় বার্তা দ্রুত ও সহজে পৌঁছে যাবে।’
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।