Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
news_img420160507003923খোলা বাজার২৪,শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০১৬: টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংর্ঘষে ট্রাকের হেলপার নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে।

আজ শুক্রবার সকাল ৬টার দিকে কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ তাৎক্ষণিক ভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি। তবে এ ঘটনায় মহাসড়কে প্রায় আধাঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) আছাবুর রহমান জানান, চট্রগ্রাম থেকে উজ্জ¦ল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। অপরদিকে ভুট্টাবোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। ট্রাক ও বাসটি মহাসড়কের ধলাটেংগর এলাকায় পৌঁছলে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়।
খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।