Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
index
খোলা বাজার২৪,শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০১৬:  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পিরোজপুর কড়াইতলা নামক স্থানে এ বন্দুকযুদ্ধ হয়।
নিহতের নামপরিচয় জানা যায়নি। তবে পুলিশের দাবি, তিনি ডাকাত দলের সদস্য।

পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধে তাদের দুই কনস্টেবল আহত  হয়েছেন।

কালীগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গভীর রাতে পিরোজপুর কড়াইতলায় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা হচ্ছে- এমন খবরে পুলিশের একটি টহল দল অভিযানে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দুটি হাত বোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।

ওসি জানান, প্রায় ১৩ মিনিট ধরে চলা এ বন্দুকযুদ্ধে পুলিশ কমপক্ষে ১৭ রাউন্ড গুলি ছুঁড়েছে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক ডাকাতকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি শাটার গান, এক রাউন্ড গুলি ও ৫টি হাত বোমা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।