Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খোলা বাজার২৪,শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০১৬: 4546562বর্তমান সরকার দেশকে আফগানিস্তান, লিবিয়ার মতো জঙ্গি ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।

দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নবম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এ আলোচনার আয়োজন করে।

আলোচনা সভায় রাজনৈতিক আক্রোশের শিকার হয়ে তারেক রহমানকে নির্বাসিত জীবন কাটাতে হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘যে মামলায় উনি খালাস পেয়েছিলেন, ওই মামলায় আবার ষড়যন্ত্র করে তাকে সাজা দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই, তারেক জিয়া যেন দেশে ফিরতে না পারে। এত ভয় কেন, দেশনেত্রীর বিরুদ্ধে এত মামলা কেন? হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে এত মামলা কেন? একটিই কারণ। কারণ, আওয়ামী লীগ জানে যে জনগণের মাঝে তাদের আর কোনো অবস্থান নেই।’

রাজনৈতিক ফায়দা নিতে আওয়ামী লীগ অতীতে জঙ্গি ইস্যু ব্যবহার করেছে এবং বর্তমানেও এ নিয়ে চক্রান্ত করছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

মির্জা আলমগীর বলেন, ‘জঙ্গি ইস্যুতে আওয়ামী লীগ নিজেই নিজের ফাঁদে পড়েছে। পুলিশ ও র‌্যাবকে রক্ষীবাহিনীর মতো জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে। এখন নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছেন।’

‘এই জঙ্গিবাদের কথা তারা সবচেয়ে বেশি বলেছে। বিএনপি জঙ্গি, অমুক জঙ্গি বলেছিল। আজকে জঙ্গিবাদ এসে গেছে। যতই মিথ্যাচার করো, আজ সবাই বলছে যে এই জঙ্গিবাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘কে জঙ্গি, কে জঙ্গি না, আমরা জানি না। সেটা খুঁজে বের করা সরকারের দায়িত্ব। তাদের খুঁজে বের করতে হবে কে জঙ্গি, কে জঙ্গি নয়। যাদের আটক করছেন সন্দেহভাজন হিসেবে, তাদের কাউকে তো বিচারের আওতায় আনছেন না।’

‘আওয়ামী লীগ গভীর একটা ষড়যন্ত্রের জাল বুনেছে। বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা এ দেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করতে চায়। তারা এ দেশকে আফগানিস্তান, সিরিয়া, লিবিয়ার মতো করতে চায়।’

এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, ইতিহাস থেকে মুছে দিতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।