Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

wihtipes20160902204130

খোলা বাজার২৪, শনিবার,০৩ সেপ্টেম্বর  ২০১৬: পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে সদর উপজেলার জগদল এলাকায় শুক্রবার বিকালে ট্রাক চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতেরা হলেন, সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামের আঞ্জুয়ারা (৪০), তার ছেলে আনোয়ার হোসেন (১৮) ও মেয়ে শারমিন আক্তার (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই পরিবারটি পঞ্চগড়ে আত্মীয়ের বাসায় দাওয়াত খেয়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিল। পথে একটি পাথর বোঝাই ট্রাক অপর একটি ট্রাককে অতিক্রম করার সময় ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের যাত্রীরা মহাসড়কের ওপর ছিটকে পড়লে ট্রাকটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান এবং দুই যাত্রী আহত হন।

স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করলেও চালক ও চালকের সহযোগী পালিয়ে যান। পরে আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়। পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।