Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
index
খোলা বাজার২৪, শনিবার,০৩ সেপ্টেম্বর  ২০১৬: সিলেটে মন্দিরের ঢোলের শব্দে নামাজে ব্যাঘাত, সংঘর্ষ সিলেটের কাজলশাহ মসজিদে শুক্রবারের জুম্মার নামাজ শুরুর আগে পার্শ্ববর্তী ইস্কন মন্দিরে ঢোল বাজিয়ে পূজা-অর্চনা করছিলেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। এই ঢোলের শব্দে নামাজে ব্যাঘাত ঘটবে বলে মুসল্লিরা মন্দিরে এসে অভিযোগ জানান। কিন্তু মন্দিরের লোকজন বিষয়টি আমলে না নিয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখেন। পরে নামাজ শেষে একদল মুসল্লি মন্দির লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। মন্দির থেকেও পাল্টা ইট-পাটকেল ছোড়া হয়। এতে মন্দিরের ১০ জন আহত হয়েছেন বলে তারা দাবি করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ এ খবর নিশ্চিত করে জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে।