খোলা বাজার২৪, শনিবার,০৩ সেপ্টেম্বর ২০১৬: মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার করা মানে মুক্তিযোদ্ধাদের অস্বীকার করা বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের মন্ত্রিসভা কমিটির অনৈতিক সিদ্ধান্ত বাতিলের দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার করার মধ্য দিয়ে বর্তমান অবৈধ সরকার রাজনৈতিক অপসংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করেছে বলে অভিযোগ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। খন্দকার মোশাররফ বলেন, অবৈধ সরকার জানে না, জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার করার অর্থ হলো স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের অস্বীকার করা। সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার করেছে আর এটি প্রত্যাহার করার মধ্য দিয়ে বর্তমান সরকার রাজনৈতিক অপসংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করেছে। তাকে (জিয়াউর রহমানকে) কেউ দয়া করে স্বাধীনতা পদক দেয়নি, তিনি অর্জন করে পেয়েছিলেন, তাই সরকার অবিলম্বে প্রত্যাহার না করলে তারা মুক্তিযুদ্ধের চেতনা হত্যাকারী হিসেবে চিহ্নিত হবে। তিনি বলেন, সরকার লিখিতভাবে জিয়ার স্বাধীনতা পদক প্রত্যাহার করলেও জনগণের মন থেকে তাকে মুছে ফেলতে পারবে না। ক্ষমতাসীনরা জিয়াউর রহমানের স্বাধীনতার পদক প্রত্যাহার করে নিলে তারা মুক্তিযুদ্ধের চেতনা হত্যাকারী হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেন তিনি। : আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কর্নেল (অব) জয়নুল আবেদিন, নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হোসেন, অ্যাডভোকেট আবেদ রাজা, মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক খান, কৃষক দল নেতা শাজাহান মিয়া সম্রাট প্রমুখ – See more at: http://www.dailydinkal.net/2016/09/03/28238.php#sthash.UGFYw8Kl.dpuf