নারায়ণগঞ্জ প্রতিনিধি
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। কোনো ষড়যন্ত্র সে অগ্রযাত্রাকে আটকে রাখতে পারবে না। আমাদের দেশে সাম্প্রতিক জঙ্গি হামলায় টার্গেট করে দেশি-বিদেশিদের হত্যা করা হয়েছে। কিন্তু আজকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতার সঙ্গে এসব জঙ্গি নির্মূলে কাজ করছে। ইতিমধ্যে কয়েকটি ঘটনায় জঙ্গিদের দমন করতে পেরেছে। এতে করে বিদেশিদের শঙ্কা দূর হয়েছে।’
শনিবার দুপুরে আদমজী ইপিজেড রেমি হোল্ডিংস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যদের উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট, বেপজার এক্সিকিউটিভ চেয়ারম্যান মেজর জেনারেল হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক, এডিসি গাউসুল আজম, বিটপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিরান আলী প্রমুখ।
তোফায়েল আহমেদ আরো বলেন, ‘পাকিস্তানের চেয়ে আমাদের রফতানি, রিজার্ভ, অর্থনৈতিক এবং সামাজিকসহ সকল খাতে আমরা অনেক বেশি এগিয়ে। ২০২১ সালে আমাদের মোট রফতানি হবে ৬০ বিলিয়ন। এর মধ্যে তৈরি পোশাক থেকে রফতানি হবে ৫০ বিলিয়ন।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গুলশানের হলি আর্টিজানে হামলার পর বিদেশিরা শঙ্কিত হয়েছিল। এখন তাদের মধ্যে থেকে সেই শঙ্কা এখন দূর হয়েছে।’