সুইডিশ ইয়োহানা লারসনকে ৬-২, ৬-১ গেমে পরাজিত করে সেরেনা জয়ের ধারা অব্যাহত রাখার পাশাপাশি মার্টিনা নাভ্রাতিলোভার গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ের রেকর্ডকে ছাড়িয়ে গেছেন। স্বদেশী নাভ্রাতিলোভাকে ছাড়িয়ে সেরেনার ঝুলিতে এখন ৩০৭টি স্ল্যাম ম্যাচ জয়ের রেকর্ড। শুধুমাত্র নাভ্রাতিলোভাই নয় সেরেনা পুরুষ বিভাগে রজার ফেদেরারের রেকর্ডও স্পর্শ করেছেন। এ সম্পর্কে সেরেনা বলেছেন, ‘পুরুষ ও মহিলা উভয় বিভাগে এই উচ্চতায় পৌঁছানো সত্যিই আনন্দের। অবশ্যই এই সংখ্যা আরো বাড়ানোর জন্যই খেলতে নামবো।’
কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করতে হলে সেরেনা কাজাকাস্তানের ইয়ারোস্লাভা শেভেডোভার বিপক্ষে শেষ ১৬তে লড়াইয়ে নামতে হবে। গতকাল লারসনের বিপক্ষে ঘন্টাখানেকের লড়াইয়ে সেরেনাকে অবশ্য কাঁধের সমস্যা নিয়ে অস্বস্তিতে পড়তে হয়নি।
সেরেনা যেখানে সহজেই এগিয়ে যাচ্ছেন সেখানে পুরুষ বিভাগের শীর্ষ তারকাদের প্রতিদিনই কঠিন লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে। দুইবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ও নিউইয়র্কে দুইবারের সেমিফাইনালিস্ট ওয়ারিঙ্কা কাল কোনরকমে ম্যাচ বাঁচিয়েছেন। বিশ্বের ৬৪তম খেলোয়াড় বৃটিশ ড্যান ইভান্সের বিপক্ষে ৪-৬, ৬-৩, ৬-৭ (৬/৮), ৭-৬ (১০/৮), ৬-২ গেমের জয় তারই প্রমান। চতুর্থ সেটের টাইব্রেকে ৩১ বছর বয়সী তৃতীয় বাছাই ওয়ারিঙ্কা ৫/৬ পয়েন্ট থাকার সময়ে ম্যাচ পয়েন্ট বাঁচিয়েছেন। ম্যাচ শেষে স্বস্তি ফিরে পাওয়া ওয়ারিঙ্কা বলেছেন, ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে জয় বের করে আনার অনুভূতিই ভিন্ন। এটা সবসময়ই বিশেষ অনুভূতি এনে দেয়। তবে ম্যাচটি বেশ কঠিন ছিল। দিনের শেষে জিততে পেরে আমি খুব খুশী। পরের রাউন্ডে ওয়ারিঙ্কার প্রতিপক্ষ ইউক্রেনের ৬৩তম র্যাঙ্কধারী খেলোয়াড় ইলিয়া মারচেনকো। তৃতীয় রাউন্ডে মারচেনকোর প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়ার ১৪তম বাছাই নিক কিরগিয়স। ম্যাচের ফলাফল যখন ৪-৬, ৬-৪, ৬-১ তখন কিরগিয়স ডান কোমরের ইনজুরির কারনে কোর্ট ত্যাগ করলে পরের রাউন্ড নিশ্চিত হয় মারচেনকোর।
এদিকে ইতালিয়ান পাওলো লোরেনজির বিপক্ষে মারের জয়টাও সহজ ছিল না। প্রথম সেটে টাইব্রেকে ৭-৬ (৭/৪) গেমে জিতলেও দ্বিতীয় সেটে ৫-৭ ব্যবধানে হেরে বসে স্কটিশ তারকা। পরের দুই সেট অবশ্য ৬-২, ৬-৩ গেমে জিতে কোন অঘটন হতে দেননি মারে। ৩৪ বছর বয়সী মারে বলেছেন, আজ আমি অনেক বেশী আনফোর্সড এরর করেছি। যার থেকে দ্বিতীয় সেটে ম্যাচ কিছুটা কঠিন হয়ে ওঠে। শেষ ১৬তে মারের প্রতিপক্ষ বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ। তৃতীয় রাউন্ডে দিমিত্রভ ৬-৪, ৬-১, ৩-৬, ৬-২ গেমে পর্তুগালের হোয়াও সোওসাকে পরাজিত করে চতুর্থ রাউন্ডে উঠেছেন।
দিনের অপর ম্যাচগুরোতে ষষ্ঠ বাছাই জাপানের কেই নিশিকোর ফ্রান্সের নিকোলাস মাহুতকে ৪-৬, ৬-১, ৬-২, ৬-২ গেমে, হুয়ান মার্টিন ডেল পোত্রো স্প্যানিশ ডেভিড ফেরারকে ৭-৬ (৭/৩), ৬-২, ৬-৩ গেমে পরাজিত করে শেষ ১৬ নিশ্চিত করেছেন।
খোলা বাজার২৪,রবিবার,০৪ সেপ্টেম্বর ২০১৬: ক্যারিয়ারে আরেকটি মাইলফলক পার করে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছেন বিশ্বের এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামস। একই দিনে নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে শেষ ১৬ নিশ্চিত করেছেন এন্ডি মারে ও স্ট্যান ওয়ারিঙ্কা।