খোলা বাজার২৪,রবিবার,০৪ সেপ্টেম্বর ২০১৬: রাষ্ট্রদ্রোহের মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টে দেয়া জামিন স্থগিত সুপ্রিম কোর্ট।
রবিবার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়। আগামী ৩০শে অক্টোবর পর্যন্ত জামিন আদেশ স্থগিত রেখে ওই দিন শুনানির তারিখ নির্ধারণ করে আদালত।
মাহমুুদুর রহমান মান্নার আইনজীবী ইদ্রিসুর রহমান বলেন, রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের আবেদন করেছিল। সেটা মঞ্জুর করে ৩০শে অক্টোবরের মধ্যে নিয়মিত আপিলের আবেদন করতে বলা হয়েছে। গত ৩০শে আগস্ট হাই কোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার বেঞ্চ এক রুলের চূড়ান্ত শুনানি নিয়ে তার জামিন মঞ্জুর করে।